ফাইল ছবি
অপারেশন ডেবিল হান্ট অভিযানে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ কে এম ইব্রাহিম কাশেম (৫৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে বন্দর উপজেলার আলীনগর এলাকার হামিদুল্লাহ মেম্বারের ছেলে। ধৃতকে বৃহস্পতিবার (৮ জানুয়ারী) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১১(৯)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত বুধবার (৭ জানুয়ারী) রাতে বন্দর উপজেলার আলীনগরস্থ তার নিজবাড়ীতে অভিযান চালিয়ে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত ২০২৪ ইং সালের ৪ আগস্ট সকাল ১১টায় বৈষম্য বিরোধী আন্দোলনে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের উপর আ'লীগ ও যুবলীগ নেতারা সন্ত্রাসী হামলা চালায়। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অপরাধে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাশেম সম্পৃক্ততা থাকার অপরাধে তাকে গ্রেপ্তার করে ওই মামলায় তাকে আদালতে পাঠানো হয়।

