বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আপনারা আমাদের ছেড়ে যায়েন না: শকু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৩৭, ৭ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৫:৫৮, ৭ জানুয়ারি ২০২৬

আপনারা আমাদের ছেড়ে যায়েন না: শকু

ফাইল ছবি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু বলেছেন, আপনারা আমাদের ছেড়ে যায়েন না। আপনারা আমাদের পাশে থাকবেন। আমার অফিস খোলা থাকে। সরকার আমাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিলেও আমরা সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবো। আপনারা আমাদের দেশনেত্রীর জন্য দোয়া করবেন।

বুধবার (৭ জানুয়ারি) বিএনপির মরহুমা চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীতার্তদের মাঝে সোয়েটার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৩০ তারিখ ইন্তেকাল করেছেন। তার মৃত্যু উপলক্ষে আমরা কর্মসূচি হাতে নিয়েছিলাম। আজ আমরা সাড়ে তিনশো পরিবারের মাঝে সোয়েটারের ব্যাবস্থা করেছি। আরেকটি কর্মসূচি আমাদের আছে, সেদিন আমরা কম্বল বিতরণ করবো।

তিনি বলেন, আমি আপনাদের ভোটে চারবার নির্বাচিত হয়েছি। আমি যতদিন বেঁচে আছি আপনাদের সাহায্য সহযোগীতা করবো। আমাদের বড় ভাই আছে যারা সামর্থ্যবান তাদের সাহায্যে আমরা এই কাজগুলো করে থাকি।