ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের দৌলতপুর মসজিদ সংলগ্ন পুকুরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ২৬ বছর। লাশ উদ্ধারের সময় তার গায়ে কোনো জামাকাপড় ছিল না। পুকুরপাড়ে একটি থলের ভেতর কিছু কাপড় পাওয়া গেছে, যা তার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, খবর পেয়ে পুলিশ পুকুর থেকে লাশ উদ্ধার করে। আশপাশের কেউ নিহতকে শনাক্ত করতে পারেননি। প্রাথমিক সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

