বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কাঁচপুরে কোস্ট গার্ডের অভিযানে ৬ হাজার কেজি জাটকা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২৯, ৬ জানুয়ারি ২০২৬

কাঁচপুরে কোস্ট গার্ডের অভিযানে ৬ হাজার কেজি জাটকা জব্দ

ফাইল ছবি

গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর ৬টায় কোস্ট গার্ড স্টেশন পাগলার উদ্যোগে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক চারটি ট্রাক তল্লাশি করে প্রায় ৪২ লাখ টাকা মূল্যের ৬ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় ট্রাক চালক ও হেল্পারদের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয় বলে কোস্ট গার্ড সূত্রে জানা গেছে।

জব্দকৃত জাটকা নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও গরিব দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, দেশের মৎস্যসম্পদ রক্ষা ও অবৈধ জাটকা আহরণ বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।