প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন বিশ্বরোড খালপার এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় মো. মনির হোসেন (৭০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার বেলা পৌনে ১১টা নাগাদ তাঁকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
বৃদ্ধ মনির হোসেনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মনির হোসেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ খালপাড় এলাকার মৃত আ. আজিজ মিয়ার ছেলে।
নিহতের জামাতা বিল্লাল হোসেন বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টার দিকে আমার শ্বশুর নিজের জমিতে কাজ করার জন্য বাড়ির পাশে বিশ্বরোডের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি বাস তাঁকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।’
বিল্লাল হোসেন আরও বলেন, ‘আমরা খবর পেয়ে প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান আমার শ্বশুর আর বেঁচে নেই।’
নিহতের জামাতা বিল্লাল জানান, এ ঘটনায় স্থানীয়রা বাসটিকে আটক করার পর রূপগঞ্জ থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রূপগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

