শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনি, ঢামেকে ৩ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০৪, ৮ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনি, ঢামেকে ৩ 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে ডাকাত সন্দেহে তিন যুবককে গণপিটুনি দিয়েছে গ্রামবাসী। 

বুধবার (৭ জানুয়ারি) রাতে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

আহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। 

জানা যায়, চাকরি প্রত্যাশী এক যুবককে নিয়ে আরও দুজন আটো রিকশায় চড়ে যাচ্ছিলেন। এসময় তারা কোন একটা কিছু নিয়ে চিৎকার শুরু করে। এসময় তাদের চিৎকার শুনে গ্রামবাসী ডাকাত সন্দেহে তাদের গণপিটুনি দেয়। 

এটি অটোরিকশা চুরির ঘটনা থেকে গণপিটুনির ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের দাবি। 

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, গণপিটুনিতে তিনজন যুবক গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হচ্ছে।