শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অবৈধ কারখানায় বিদ্যুৎ-গ্যাস বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩০, ৭ জানুয়ারি ২০২৬

অবৈধ কারখানায় বিদ্যুৎ-গ্যাস বিচ্ছিন্ন

ফাইল ছবি

পরিবেশগত ছাড়পত্র ও আইন লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জে একটি অবৈধ কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে প্রশাসন। 

বুধবার (০৭ জানুয়ারি) জেলার সদর উপজেলার ফতুল্লা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুনিম সোহানা এবং মোহাম্মদ শাহরিয়ার পারভেজের নেতৃত্বে যৌথ অভিযানে অংশ নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসি সিদ্ধিরগঞ্জ, তিতাস গ্যাস নারায়ণগঞ্জ জোন ও পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা।

অভিযানে জালকুড়ী এলাকার জাগরণ ডাইং নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানটির বিদ্যুৎ ও গ্যাস সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা হয় এবং বিদ্যুৎ ও গ্যাসের মিটার খুলে ফেলা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ দূষণকারী ও অবৈধভাবে পরিচালিত কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।