ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সংগঠন ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খালেদা আক্তার রোজি ওরফে লাবণ্য (৪৬) কে গ্রেপ্তার করেছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ০৫ জানুয়ারি ২০২৫ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে সোনারগাঁ থানা এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে সোনারগাঁ থানার এফআইআর নং-১১, তারিখ-১৭ সেপ্টেম্বর ২০২৪, জিআর নং-৩৪৫, একই তারিখে রাত ১২টা ১০ মিনিটে মামলা রুজু হয়। মামলায় The Explosive Substances Act, 1908 এর ৩/৬ ধারাসহ দণ্ডবিধি ১৮৬০ এর ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩০৭/৩২৩/৩২৬/১০৯/১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তারের পর তাকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সোনারগাঁ থানা পুলিশ।

