মাকসুদুল আলম খন্দকার খোরশেদ
বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি বলেন, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু ছিলেন খালেদা জিয়া, যিনি জীবনের শেষ সময় পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে গেছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মাসদাইর যুবসমাজ ১৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত কুরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় খোরশেদ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশকে একটি স্বাবলম্বী রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন নিয়ে আজীবন লড়াই করেছেন। তাঁর ওপর যে ধরনের অন্যায় ও নির্যাতন চালানো হয়েছে, বাংলাদেশের ইতিহাসে তা নজিরবিহীন। অন্য কেউ হলে হয়তো দেশ ছেড়ে চলে যেতেন অথবা স্বৈরাচারী সরকারের সঙ্গে আপোষ করতেন। কিন্তু খালেদা জিয়া কোনো আপোষ করেননি, দেশও ছাড়েননি।
তিনি বলেন, দেশনেত্রী বারবার বলতেন এই বাংলাদেশই তাঁর শেষ ঠিকানা। বেঁচে থাকলেও এই দেশে, মরলেও এই দেশে। এ দেশের মাটি ও মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল আত্মার সম্পর্ক।
বক্তব্যে খোরশেদ অভিযোগ করেন, খালেদা জিয়ার মৃত্যুর পেছনে স্বৈরাচারী শেখ হাসিনার প্রত্যক্ষ হস্তক্ষেপ রয়েছে। দীর্ঘ নয় বছর বন্দি রেখে তাঁকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
শেষে তিনি উপস্থিত সকলের কাছে দেশনেত্রীর রুহের মাগফেরাত কামনায় দোয়া চেয়ে নামাজ ও রোজার সময় বিশেষ দোয়া করার আহ্বান জানান।
দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপি নেতা আনোয়ার হোসেন বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সহ-সভাপতি রানা মুজিব। এছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

