মানারাতুল মিল্লাত সায়েন্স মাদরাসা উদ্বোধন
আধুনিক যুগে যেভাবে পড়াশোনার গতি বেড়েছে। সে পরিমাণ মান কিন্তু উন্নয়ন হয়নি। মানারাতুল মিল্লাত সায়েন্স মাদরাসার সকল ছাত্র ছাত্রীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি সবাইকেই নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।
৯ জানুয়ারি শুক্রবার সকালে বন্দর ইউনিয়নের বিবিজোড়া এলাকায় মানারাতুল মিল্লাত সায়েন্স মাদরাসা উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আন নূর সোসাইটির চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামিক শিক্ষাবিদ মাওলানা মইনুদ্দিন আহমাদ। এসময় তিনি আরো বলেন সবাইকে সু -শিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি আরো বলেন শুধু ছাত্র ছাত্রীদের মাদরাসায় দিলেই হবেনা। অভিভাবকদেরকেও ভালো নামাজি হতে হবে।
এসময় মাওলানা সাহাদাত হোসেনের সঞ্চালনায় আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফতুল্লা শাহ ফতেউল্লাহ আলিম মাদরাসার ভাইস প্রিন্সিপাল এইচ এম নাসির উদ্দিন, আব্দুল ওয়াদূদ, মো:সামসুল হক, হাজী শওকত আলী, আজিজুল হক আদনান, ডা: আনোয়ার হোসেন প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন আদর্শ বিদ্যানিকেতন স্কুল প্রতিষ্ঠাতা মাওলানা আরিফুর রহমান, দাওয়াতুল ইসলাম সোসাইটি এন্ড কমপ্লেক্স প্রতিষ্ঠাতা মাওলানা মো আমিনুল ইসলাম সহ আরো অনেকে।

