সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শাপলা কলিতে দাঁড়িপাল্লা খুঁজে নিতে বললেন জব্বার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:৫৭, ১৯ জানুয়ারি ২০২৬

শাপলা কলিতে দাঁড়িপাল্লা খুঁজে নিতে বললেন জব্বার

মাওলানা আব্দুল জব্বার

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার বলেছেন, আমাদের জনশক্তির প্রত্যাশা ছিল নারায়ণগঞ্জ-৪ আসনে জামায়াত নির্বাচন করবে। তবে দেশের স্বার্থে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আল আমিন ভাই আমাদের প্রার্থী। দাঁড়িপাল্লার ভোটারদের শাপলা কলিতেই দাঁড়িপাল্লা খুঁজে নিতে হবে।

সোমবার (১৯ জানুয়ারি) নারায়ণগঞ্জ-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপির আব্দুল্লাহ আল আমিনের মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, মাত্র কয়েকদিন পর আগামীর বাংলাদেশ কোন পথে যাত্রা করবে এখানে বাংলাদেশপন্থীরা বিজয়ী হবে কী না সেই প্রশ্নের মুখোমুখি আমরা দাঁড়িয়ে আছি। আমি নারায়ণগঞ্জ-৪ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে কাজ করেছি। আমাদের কাছে ব্যাক্তি স্বার্থ নয়, দেশের স্বার্থই বড়। আমরা নারায়ণগঞ্জ-৪ আসনে আব্দুল্লাহ আল আমিন ভাইকে সমর্থন জানিয়েছি।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের মানুষ অত্যাচার, নিপীড়ন মুক্ত নারায়ণগঞ্জ চায়। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বিগত সময় মানুষ নেতা নির্বাচন করতে পারেনি। নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন গুরুত্বপূর্ণ। প্রশাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে দেশের বিভিন্ন জায়গায়। আমরা সকলে যার যার জায়গায় ভূমিকা রাখতে পারলে জেঁকে বসা সন্ত্রাসের হাত থেকে আমরা নারায়ণগঞ্জকে মুক্ত করতে পারবো।

তিনি বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনে কিছু ব্যাক্তি যারা বহিষ্কৃত ছিল তারা নতুন করে ফিরছে। অনেক জায়গায় তারা নতুন ভাবে সক্রিয় হয়ে গ্রুপিং করছে। আমরা আশা করছি ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে ভোটারদের উৎসবমুখর ভোটের প্রত্যাশা নষ্ট হবে কীনা তা ভাবতে হবে প্রশাসনকে।