সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আপনাদের ঘরে ঘরে যেতে হবে: টিপু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:১২, ১৯ জানুয়ারি ২০২৬

আপনাদের ঘরে ঘরে যেতে হবে: টিপু

অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, আপনাদের ঘরে ঘরে যেতে হবে। একেক জনকে আবুল কালাম হয়ে জনগণের কাছে ধানের শীষে ভোট চাইতে হবে। আবুল কালাম সাহেব জয়ী হলে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হতে পারবেন।

সোমবার (১৮ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নফল এবাদত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তাদের ছোট সন্তান আরাফাত রহমান কোকোর জন্য দোয়া করবেন। আপনারা দোয়া করবেন তারেক রহমান যেন সকল অপশক্তিকে মোকাবিলা করে এ দেশের প্রধানমন্ত্রী হতে পারে সেজন্য দোয়া করবেন।

জননেতা আবুল কালাম সাহেন তিনবার নির্বাচিত হয়েছেন। তিনি কখনও নারায়ণগঞ্জকে কলঙ্কিত করেননি। তিনি গডফাদার হতে চান না৷ তিনি গডফাদার, মাদক ব্যাবসায়ী ও চাঁদাবাজ হতে চান না। আবুল কালাম সাহেব আপনাদের গডফাদার মুক্ত নারায়ণগঞ্জ উপহার দিবেন।