আবুল কাউসার আশা
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, এখানে একজন প্রার্থী আছে। তাকে আমি বলি সৌভাগ্যবান ফ্যাসিস্ট। তিনি ফ্যাসিস্টদের সাথে থেকেছেন আবার প্রার্থীও হয়েছেন। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা শুরু হয়ে গেছে। কাল জায়গা বিক্রি করেছে ২ লক্ষ ১০ হাজার টাকা কালাম সাহেবের লোকজন নাকি ১০ লক্ষ টাকা রেখে দিয়েছে। আমি প্রশাসন ও মহানগর বিএনপির দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা ডিসি এসপির সাথে কথা বলবেন। এ ধরণের ঘটনা ঘটে থাকলে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। আর যদি এটি মিথ্যা হয় এদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা যেন নেয়া হয়।
সোমবার (১৯ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা জাতীয়তাবাদী আদর্শের লোক। আমরা জিয়াউর রহমানের আদর্শ ধারণ করি৷ আমাদের মা দেশনেত্রী খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা সেই শোকে এখনও কাতর।
আমরা সকলে তারেক রহমানের সুন্দর বাংলাদেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের মাঝে দ্বিমত একটি জায়গায়। সেটা হল কমিটি। এছাড়া আদর্শিক ভাবে আমাদের মাঝে কোন ভিন্নতা নেই।
আমরা সকলে আন্দোলন সংগ্রামে ছিলাম। এখানে সকলের নামেই একাধিক মামলা রয়েছে। আমরা সকলেই ভাই। ১২ তারিখের নির্বাচন আমরা সকলে মিলে পার করবো।

