ফাইল ছবি
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মুফতি ইসমাঈল সিরাজী বলেছেন, মানুষ উন্নয়ন চায় পরিবর্তন চায় মানুষের প্রত্যাশা নারায়ণগঞ্জে ভালো কিছু হোক। আর আমরা ভালো কিছুই করতে চাই এবং এটার জন্য আমাদের কাজ করতে হবে।
তিনি আরো বলেন, কাউকে প্রতিপক্ষ মনে না করে সকল জনগণের কাছে হাতপাখার দাওয়াত নিয়ে যেতে হবে।
অদ্য ১৯ জানুয়ারি'২৫, সোমবার, বাদ এশা আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মুহাম্মাদ শফিকুল ইসলামের সভাপতিত্বে নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে মুফতি ইসমাঈল সিরাজী এসব কথা বলেন।

