মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আবাসিক গ্যাস বন্ধ থাকলে শিল্প কারখানায়ও গ্যাস চলবে না : দিপু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০১, ২০ জানুয়ারি ২০২৬

আবাসিক গ্যাস বন্ধ থাকলে শিল্প কারখানায়ও গ্যাস চলবে না : দিপু

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু বলেছেন, বিগত আওয়ামী সরকার আবাসিক গ্যাস সংযোগ দেওয়ার নামে রূপগঞ্জের হাজার হাজার পরিবারের কাছ থেকে শতকোটি টাকা হাতিয়ে নিয়েছে। একটি বাসায় গ্যাস সংযোগ দিতে লাখ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হলেও কোনো সংযোগই বৈধ করা হয়নি।

তিনি বলেন, তিতাস গ্যাসের নীরব সম্মতি ছাড়া এত বড় অনিয়ম সম্ভব নয়। তাই রূপগঞ্জের সব আবাসিক গ্যাস সংযোগ দ্রুত বৈধ করতে হবে। অন্যথায় শিল্প কারখানায় গ্যাস সরবরাহও বন্ধ রাখা হবে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কাঞ্চন পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী  খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মসূচির অংশ হিসেবে কাঞ্চন পৌরসভার কেরাবো, কালাদী, ত্রিশকাহানিয়া ও চিনতলা এলাকায় পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিটি এলাকায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।