ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৪ আসন নিয়ে আপসহীন অবস্থানের কথা আবারও স্পষ্ট করল বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির আমির মাওলানা মামুনুল হকের ঘোষিত নো-কমপ্রোমাইজ নীতির আলোকে সমঝোতার ভিত্তিতে ১০ দলীয় জোট থেকে এ আসনে রিকশা প্রতীকে নির্বাচন করবেন খেলাফত মজলিসের প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ শহরের প্রেসক্লাব ভবনের সিনামন রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন খন্দকার আনোয়ার হোসেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনটি জোটের মধ্যে সমঝোতার মাধ্যমে উন্মুক্ত রাখা হয়েছে। ফলে জোটভুক্ত যে কোনো দল এখান থেকে প্রার্থী দিতে পারবে। এই আসনে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা দলকে জোটের পক্ষ থেকে এককভাবে মনোনীত করা হয়নি।
খন্দকার আনোয়ার হোসেন আরও বলেন, নারায়ণগঞ্জ-৪ আসন নিয়ে শুরু থেকেই স্পষ্ট অবস্থান ছিল। ভোটের মাঠে কোনো চাপ বা সমঝোতার নামে ছাড় দেওয়া হবে না। জোটের ঐক্য বজায় রেখেই এই আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা মামুনুর রশিদ, ডা. আলামিন রাকিব, সানাউল্লাহ মেম্বার, মেজবাহ উদ্দিন, মাসুদুজ্জামান, গোলাম মোস্তফা মানিক, আব্দুল কুদ্দুস, মামুন, মজিবরসহ স্থানীয় নেতাকর্মীরা।

