বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আর চুরির ভোট হবে না, দিনের ভোট রাতে হবে না : রেজা রিপন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:১২, ২০ জানুয়ারি ২০২৬

আর চুরির ভোট হবে না, দিনের ভোট রাতে হবে না : রেজা রিপন

ফাইল ছবি

বিএনপির ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি পরিবার মাসব্যাপী প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহের পাশাপাশি স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বন্দর উপজেলা বিএনপির উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম। বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।

বিশেষ অতিথির বক্তব্যে রেজা রিপন বলেন, আমরা যা হারিয়েছি তা অনভিপ্রেত। একটি দীর্ঘ সময়ের, একটি মহাকাব্যের পরিসমাপ্তি ঘটেছে। এক আপোষহীন নক্ষত্র আমাদের ছেড়ে আল্লাহর কাছে চলে গিয়েছেন। এখন আমাদের করণীয় শুধু তাঁর জন্য দোয়া করা।

তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নফল ইবাদত, নামাজ ও রোজার মাধ্যমে দোয়া করার আহ্বান জানান। 

তিনি বলেন, তাঁর কাজের প্রতিফলন আমরা দোয়ার মাধ্যমেই দিতে পারি। তিনি যে রাজনীতি শিখিয়ে গেছেন, সেই আদর্শ ধারণ করেই আগামীর রাজনীতি আমাদের এগিয়ে নিতে হবে।

নির্বাচন প্রসঙ্গে রেজা রিপন বলেন, আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে একজন ভালো মানুষ হিসেবে আবুল কালামের দ্বারা কেউ কখনো ক্ষতিগ্রস্ত হয়নি। এখন যখন সৎ ও যোগ্য মানুষকে নির্বাচিত করার সুযোগ এসেছে, তখন আগামী ১২ ফেব্রুয়ারি আমরা সবাই পরিবার-পরিজন নিয়ে ভোটকেন্দ্রে যাবো। আগের মতো আর চুরির ভোট হবে না, দিনের ভোট রাতে হবে না। আমরা আমাদের ভোট নিজের সম্মানে ধানের শীষে দিয়ে আসবো।

এসময় তিনি বিএনপির ফ্যামিলি কার্ড প্রদর্শন করে বলেন, এটি বিএনপির জননেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ গড়ার একটি ভিশন। এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারের খাদ্য, স্বাস্থ্যসেবা, অন্ন, বস্ত্র, বাসস্থানসহ মৌলিক অধিকার নিশ্চিত করার পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। এই কার্ডের প্রতিনিধিত্ব করবেন পরিবারের মা, বোন ও ভাবিরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা এবং মদনপুর, ধামগড় ও কলাগাছিয়া ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।