রোববার, ২৮ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৩ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পানি পাই না গ্যাস পাই না, কই যামু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:২৬, ২৮ নভেম্বর ২০২৩

আপডেট: ২২:২৯, ২৮ নভেম্বর ২০২৩

পানি পাই না গ্যাস পাই না, কই যামু

পানির সংকটের ঘটনায় বিক্ষোভ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নিজের এলাকায় দীর্ঘ একমাস যাবৎ পানির সংকটের ঘটনায় বিক্ষোভ করেছেন এলাকাবাসীরা।

এসময় বিক্ষুব্ধ এলাকাবাসীর একজন জানান, আমরা পানির সংকটের কথা বলতে আজ মেয়রের কাছে এসেছি। এখানে আসলে আমাদের কুকুরের মত তাড়িয়ে দেয়। পানি পাই না আজ দুই মাস, গ্যাসও পাই না। আমরা কোথায় যাবো।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে দেওভোগ এলাকায় মেয়র আইভীর বাড়ির অদূরে বিক্ষোভ করেন এলাকাবাসী। 

এসময় এলাকাবাসীকে শান্ত করতে স্থানীয় দুই কাউন্সিলর মনিরুজ্জামান মনির ও রিয়াদ হাসান চেষ্টা করেন। স্থানীয়রা দীর্ঘদিন যাবৎ পানির সংকট নিয়ে মেয়র ও কাউন্সিলরদের কাছে অভিযোগ জানিয়ে আসলেও এর কোন সুরাহা হয়নি। 

স্থানীয়রা জানান, আজ দেড় মাস ধরে আমরা মসজিদ থেকে অন্যান্য বাড়ির কল থেকে পানি নিয়ে খাওয়া ও রান্নার কাজ চালাচ্ছি। যেই জিউস পুকুরে যেতাম না সেখানে গোসল করতে হচ্ছে। সপ্তাহের পর সপ্তাহ আমরা গোসল করতে পারছি না। ওযূর পানিও নেই।

জানা গেছে, দেওভোগ পানির টাংকি এলাকায় ওয়াসার ট্যাংকে পানির লাইনে ত্রুটি থাকার কারণে প্রায় একমাস যাবৎ আশেপাশের বেশ কয়েকটি এলাকার বাসাবাড়িতে পানি নেই। ইতিমধ্যে ত্রুটি সাড়াতে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।