
নারায়ণগঞ্জে লকডাউনের প্রথম দিনে বন্ধ ছিল ট্রেন চলাচল।
মঙ্গলবার (২২ জুন) সকাল থেকে কোন ট্রেন নারায়ণগঞ্জে আসেনি এবং নারায়ণগঞ্জ ছেড়ে যায়নি। সকাল থেকে অফিসগামী ও কর্মজীবী শত শত মানুষ ট্রেনে আশায় স্টেশনে এসে ফিরে গেছেন। সরকারি নির্দেশনা মেনে আগামী ৭ দিন ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের টার্মিনাল ও চাষাঢ়া স্টেশনের কর্মকর্তারা।
জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ লকডাউনের ঘোষণা দেয়ার সময় সরকারি নির্দেশনা অনুযায়ী ট্রেন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছিলেন ২১ জুন।
নারায়ণগঞ্জ পোস্ট