
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের জামতলা এলাকায় সামান্য বৃষ্টিতেই জমে হাটুপানি। এখানে বৃষ্টির পানির সাথে ড্রেনের পানি মিশে পুরো এলাকার ভেতরে এক অস্বস্তিকর পরিবেশের জন্ম দেয়। এই পরিবেশেই দীর্ঘ সময়ে থাকতে হচ্ছে এ এলাকার বাসিন্দাদের।
শুক্রবার (১৩ আগস্ট) সকালে বৃষ্টির পর জামতলা ধোপাপট্টি এলাকায় এমন দৃশ্য দেখা যায়। এসময় এলাকাবাসী পানির জন্য বার বার মেয়রকে দায়ী করে দ্রুত এ পানি অপসারণে ব্যবস্থা নেয়ার তাগিদ জানান।
বার বার বৃষ্টি হলেও মূলত নীচু সড়ক ও ড্রেনের পানি সরতে না পারার কারণে এ জলাবদ্ধতার সৃষ্টি হয় বলে জানান এলাকাবাসী। এদিকে ড্রেনেও এলাকাবাসী নানা ধরনের ময়লা, পলিথিনসহ ড্রেন বন্ধ হয়ে যাবার মত ময়লা ফেলেন বলে অনেকে অভিযোগ করেন। তবে এ ময়লা কেন নাসিকের পরিচ্ছন্ন কর্মীরা অপসারণ করেন না তা নিয়েও প্রশ্ন করেন এলাকাবাসী।
এদিকে দ্রুত এ পানি অপসারণে নাসিকের দায়িত্বশীলদের প্রতি আহবান জানান এলাকাবাসী। তবে মূলত নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের এলাকা হওয়ায় এ এলাকায় তেমন উন্নয়ন কাজ সিটি করপোরেশন কিংবা মেয়র ডা. সেলিনা হায়াত আইভী করেন না বলে অভিযোগ এলাকাবাসীর।
নারায়ণগঞ্জ পোস্ট