ফাইল ছবি
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী তারেক রহমানকে স্বাগত জানাতে নারায়ণগঞ্জ থেকে বাসযোগে রাতেই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে তারা বিমানবন্দরে যান। সেখান থেকে ৩শ ফিটের গণসংবর্ধনায় যাবেন তারা।
এ বিষয়ে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, "দেশনায়ক তারেক রহমান আমাদের গর্ব, আমাদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তার নেতৃত্বে আগামী দিনে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। তাকে স্বাগত জানাতে আমাদের এই যাত্রা। দেশের মানুষ ও গণতন্ত্রকামী দলের নেতাকর্মীরা তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।"

