সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

তারেক রহমানের গণসংবর্ধনায় নেতাকর্মীদের জন্য দিপু ভূঁইয়ার ব্যাপক আয়োজন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫৭, ২২ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের গণসংবর্ধনায় নেতাকর্মীদের জন্য দিপু ভূঁইয়ার ব্যাপক আয়োজন 

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির গণসংবর্ধনায় সারা দেশ থেকে আগত নেতাকর্মীদের সুবিধার্থে ব্যাপক আয়োজন করছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। নেতাকর্মীদের অবস্থান করার ব্যবস্থা, তাদের জন্য খাবার, মেডিকেল সাপোর্টের ব্যাবস্থা করছেন তিনি।

গণসংবর্ধনায় অংশ নিয়ে বিএনপির অনেক নেতাকর্মী আগের দিন সমাবেশস্থলে চলে আসবেন। এসকল নেতাকর্মীদের জন্য অস্থায়ী থাকার ব্যবস্থাসহ তাদের সুবিধার্থে নানাবিধ ব্যাবস্থা নিচ্ছেন দিপু ভূঁইয়া। ৩০০ ফিট এলাকার আশেপাশে প্রায় ১৫০ মোবাইল টয়লেট স্থাপন করছেন দিপু ভূঁইয়া। এছাড়াও সমাবেশে আসা নেতাকর্মীদের জন্য থাকছে ৪টি ভ্রাম্যমাণ মেডিকেল টিম, ফ্রি ঔষধ। 

এছাড়াও নেতাকর্মীদের জন্য বিশুদ্ধ পানি ও শরবত সরবরাহের ব্যাবস্থাও করতে রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন দিপু ভূঁইয়া। 

এ বিষয়ে তিনি বলেন, আমাদের এখানে তারেক রহমান সবার প্রথম আসছেন। ৩০০ ফিট আমাদের বর্ডার। তাই আমাদের দায়িত্ব বেশি। সারাদেশ থেকে নেতাকর্মীরা আসবে। তাদের থাকা, খাওয়া ও ঔষধের ব্যাবস্থা আমরা সাধ্যমত করবো ইনশাআল্লাহ।

এছাড়াও গণসংবর্ধনায় রূপগঞ্জের লক্ষাধিক লোকের সমাগম হবে বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন দিপু ভূঁইয়া। 

তিনি জানান, রূপগঞ্জ থেকেই আমরা কমপক্ষে এক লক্ষ লোক নিয়ে গণসংবর্ধনা অনুষ্ঠানে থাকবো। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর থেকেও আমাদের বিপুল পরিমান নেতাকর্মী সমাবেশে উপস্থিত থাকবেন।