মিছিল নিয়ে ৩০০ ফিট এলাকায় আজাদ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ সংলগ্ন ৩০০ ফিট এলাকায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ভোর চারটায় হাজার হাজার নেতাকর্মী নিয়ে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে বিশাল মিছিল নিয়ে ৩০০ ফিট এলাকায় উপস্থিত হন আজাদ।
এসময় আজাদ বলেন, দীর্ঘ সতেরো বছর পর তারেক রহমান বাংলাদেশে আসবেন। আজকের দিনটিকে ঘিরে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। আজকে ইতিহাস সৃষ্টি হবে। বাংলাদেশের ইতিহাসে এত বড় সমাবেশ অতীতে হয়নি ভবিষ্যতেও হবে কীনা বলা যাচ্ছে না।
এসময় আড়াইহাজার উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

