ফাইল ছবি
নারায়ণগঞ্জে র্যাব-১১ এর মাদক বিরোধী পৃথক অভিযানে ১৪৩ কেজি ৫ গ্রাম গাঁজা ও ৪৫ বোতল ফেনসিডিল'সহ পাচঁজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যাবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১ এর সিপিএসসি এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার নাঈম উল হক।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- বোরহান উদ্দিন (৩০), মোঃ সোহেল রানা (৩২), মাহবুর ইসলাম নয়ন (৩৪), মেহেদী আমিন (৩২), জাকির হোসেন (৪৫)।
গ্রেফতারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

