ফাইল ছবি
বন্দরে ইয়াবা বিক্রি করার সময় চিহৃিত মাদক সম্রাট সোহাগ ওরফে কানা সোহাগ (৪৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় পুলিশ ধৃত মাদক ব্যবসায়ী কাছে থেকে ৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় ।
ধৃত মাদক কারবারি সোহাগ ওরফে কানা সোহাগ বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মাহামুদনগর এলাকার মৃত ফুলচাঁন মিয়ার ছেলে। ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক রাজিব হোসেন তালুকদার বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৭(১২)২৫ । ধৃতকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৯টায় বন্দর থানার মাহামুদনগর ব্রীজের উপরে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, ধৃত মাদক সম্রাট সোহাগ ওরফে কানা সোহাগ দীর্ঘ দিন ধরে মাহামুদনগর এলাকায় অবাধে ইয়াবা ও ফেন্সিডিল বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাহামুদনগর এলাকার অভিযান চালিয়ে ইয়াবা বিক্রি করার সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।

