গণসংযোগ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম গণসংযোগ করেছেন।
২৩ জানুয়ারি ১৯ ও ২০নং ওয়ার্ডের মধ্যে সকাল সাড়ে ১০টায় ১৯নং ওয়ার্ডের পুলিশ ফাঁড়ি সামনে থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে গণসংযোগ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক আবু কাউসার আশা, সদস্য আমিনুল ইসলাম মিঠু, সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, বন্দর থানা বিএনপি সভাপতি শাহেন শাহ আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, সাবেক আহবায়ক পনেছ আহমেদ প্রমুখ।
আবুল কালাম বলেন, নির্বাচনী প্রচারণায় ১৯নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা স্বতস্ফুর্ত উৎসাহ নিয়ে অংশ গ্রহন করছে। এখানে জনগণও উৎসাহ উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ভোট দিতে। এলাকার দূরদর্শা বিষয় সব আমার জানা রয়েছ। দলীয় নেতৃবৃন্দের সহযোগিতায় আগামীতে সেই সমস্যা গুলো মিটিয়ে দিবো। উন্নয়নের জন্য আমি আবুল কালাম যেভাবে আগে স্বচেস্ট ছিলাম, আগামীতে সেভাবে পাবেন ইনশাআল্লাহ।

