বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে নির্বাচনী আমেজ শুরু, প্রতীক পেয়ে মাঠে প্রার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০২, ২১ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে নির্বাচনী আমেজ শুরু, প্রতীক পেয়ে মাঠে প্রার্থীরা

ফাইল ছবি

নারায়ণগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী আমেজ স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামলেন প্রার্থীরা। শহর থেকে শুরু করে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এখন কে কোন প্রতীক পেলেন এবং কার সম্ভাবনা কতটা তা নিয়ে আলোচনা চলছে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। 

নির্ধারিত সময় অনুযায়ী একে একে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা উপস্থিত হয়ে তাদের প্রতীক গ্রহণ করেন। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রার্থীদের সমর্থকদের উপস্থিতিতে কার্যালয় এলাকায় প্রাণচাঞ্চল্য দেখা যায়।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর অনেক প্রার্থীই তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানান। সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন হবে এমন আশাবাদ ব্যাক্ত করেন তারা। 

প্রতীক বরাদ্দের পরেই প্রার্থীরা নির্বাচনী এলাকায় গিয়ে দ্রুত গণসংযোগ শুরু করার কথা জানান। প্রার্থীদের সমর্থকদের মাঝেও দেখা যায় উচ্ছ্বাস; প্রতীক পাওয়ার পরপরই স্লোগান ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে আনন্দ প্রকাশ করতে দেখা যায়।

জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির জানান, নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের পাশাপাশি বেশ কয়েকজন হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার পাঁচটি আসনে মোট প্রার্থীর সংখ্যা ৪৭ জন। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

এদিকে প্রতীক বরাদ্দের পর থেকেই শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও অলিগলিতে ব্যানার ও ফেস্টুন লাগানোর তোড়জোড় শুরু হয়েছে। অনেক এলাকায় মাইকিংয়ের প্রস্তুতিও নিতে দেখা গেছে। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে প্রার্থীরা পাড়া-মহল্লায় সভা ও উঠান বৈঠকের পরিকল্পনা করছেন।

নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং রায়হান কবির আরও জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রার্থীদের আচরণবিধি মেনে প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।