বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হরিণ মার্কা নিয়ে মাঠ কাঁপাবেন শাহ্ আলম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০৫, ২১ জানুয়ারি ২০২৬

হরিণ মার্কা নিয়ে মাঠ কাঁপাবেন শাহ্ আলম

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে সেই উত্তাপ আরও স্পষ্ট হয়ে উঠেছে। বিএনপির বিদ্রোহী ও বহিষ্কৃত নেতা শাহ্ আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে হরিণ প্রতীক নিয়ে মাঠে নামছেন।

বুধবার (২১ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। 

এসময় নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহ্ আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির তাকে ‘হরিণ’ প্রতীক বরাদ্দ দেন।

প্রতীক হাতে পাওয়ার পর শাহ্ আলম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, হরিণ প্রতীক সাধারণ মানুষের কাছে একটি পরিচিত ও গ্রহণযোগ্য প্রতীক। তিনি আশা প্রকাশ করেন, এলাকার ভোটাররা তার পাশে থাকবেন এবং তাকে বিজয়ী করবেন। 

তিনি আরও বলেন, জনগণের অধিকার ও এলাকার উন্নয়নের লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির সকল প্রার্থীকে নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কোনো ধরনের ছাড় দেয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।

এদিকে প্রতীক বরাদ্দের পর থেকেই শাহ্ আলমের সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। কার্যালয় চত্বরে তার অনুসারীরা স্লোগান দেন এবং দ্রুত নির্বাচনী প্রচারণা শুরু করার প্রস্তুতি নিতে থাকেন। স্থানীয়ভাবে জানা গেছে, খুব শিগগিরই তিনি গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা শুরু করবেন।

নারায়ণগঞ্জ-৪ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এখানে প্রতিদ্বন্দ্বিতা বেশ জমজমাট হবে বলে ধারণা করা হচ্ছে। হরিণ প্রতীক নিয়ে শাহ্ আলম কতটা প্রভাব ফেলতে পারেন, সেদিকে এখন তাকিয়ে রয়েছেন ভোটার ও রাজনৈতিক মহল।

সব মিলিয়ে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচনী লড়াই নতুন গতি পেল, আর সেই লড়াইয়ে হরিণ মার্কা নিয়ে শক্ত অবস্থান তৈরির প্রত্যাশা শাহ্ আলমের।