শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

প্রাণবন্ত সঞ্চালনায় প্রশংসিত রাজীব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪১, ২৩ জানুয়ারি ২০২৬

প্রাণবন্ত সঞ্চালনায় প্রশংসিত রাজীব

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের নির্বাচনী জনসভা ঘিরে এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত চলা এ জনসভায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দীর্ঘ সময়ব্যাপী এই জনসভায় প্রাণবন্ত ও সাবলীল সঞ্চালনার মাধ্যমে সবার নজর কেড়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।

জনসভা শুরুর পর থেকেই রাজীব তার কণ্ঠ, বক্তব্যের গতি ও উপস্থিত বুদ্ধির মাধ্যমে মঞ্চের পরিবেশ চাঙ্গা করে রাখেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের মাঝে শীত ও ক্লান্তি ভর করলেও তার সঞ্চালনায় নেতাকর্মীদের মধ্যে কোনো ভাটা পড়েনি। বরং স্লোগান, করতালি ও উচ্ছ্বাসে পুরো মাঠ মুখরিত ছিল।

বক্তব্যের ফাঁকে ফাঁকে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত প্রেরণামূলক কথাবার্তা বলেন, যা উপস্থিতদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের বক্তব্য উপস্থাপনের সময়ও তিনি দক্ষতার পরিচয় দেন, ফলে পুরো আয়োজন ছিল সুশৃঙ্খল ও গতিশীল।

জনসভা শেষে অনেক নেতাকর্মীই রাজীবের সঞ্চালনার প্রশংসা করেন। তাদের মতে, দীর্ঘ সময় ধরে এমন প্রাণবন্তভাবে অনুষ্ঠান পরিচালনা করা সহজ কাজ নয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সঞ্চালনা নিয়ে ইতিবাচক মন্তব্য দেখা গেছে।