ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা ঘিরে ছিল ব্যতিক্রমী আবেগ আর অপেক্ষার গল্প। প্রিয় নেতাকে একবার চোখে দেখার আশায় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ তীব্র শীত উপেক্ষা করে রাতভর জনসভাস্থলে অবস্থান করেন। কনকনে ঠান্ডা, দীর্ঘ সময়ের অপেক্ষা—সবকিছুকে ছাপিয়ে ছিল তারেক রহমানের প্রতি ভালোবাসা ও টান।
সমাবেশটি মূলত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তারেক রহমানের নারায়ণগঞ্জে পৌঁছাতে কিছুটা দেরি হয়। এতে সময় গড়ালেও মাঠ ছাড়েননি নেতাকর্মীরা। কেউ গায়ে চাঁদর মুড়িয়ে, কেউ আগুন জ্বালিয়ে, আবার কেউ স্লোগান আর আলাপচারিতায় রাত পার করেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ভোরে তারেক রহমান সমাবেশস্থলে পৌঁছাতেই মুহূর্তে বদলে যায় পুরো চিত্র। দীর্ঘ রাতের ক্লান্তি, শীতের কষ্ট—সব যেন মিলিয়ে যায় এক ঝলকে। তাকে দেখামাত্রই নেতাকর্মীদের মাঝে দেখা দেয় বাঁধভাঙা উচ্ছ্বাস। স্লোগান, করতালি আর হাত নেড়ে প্রিয় নেতাকে বরণ করে নেন তারা।
অনেকের চোখেমুখে তখন আবেগ স্পষ্ট। কেউ কেউ বলেন, এতক্ষণ ঠান্ডায় কষ্ট হলেও নেতাকে দেখেই সব ভুলে গেছেন। মাঠজুড়ে তখন উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
এরপর জনসভায় ভাষণ দেন তারেক রহমান। বক্তব্যে তিনি নেতাকর্মীদের ধৈর্য, ত্যাগ ও ভালোবাসার কথা উল্লেখ করে কৃতজ্ঞতা জানান।
জনসভা শেষে অংশগ্রহণকারীরা জানান, এই অপেক্ষা তাদের কাছে কষ্টের নয়, বরং গর্বের। প্রিয় নেতাকে সামনে থেকে দেখার সুযোগই তাদের রাতভর জেগে থাকার শক্তি জুগিয়েছে।

