ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৫ আসনের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা দলটির চেয়ারম্যান ও এ আসনের প্রার্থী চেয়ারম্যান আল্লামা বাহাদুর শাহ মোজাদ্দেদী।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে শহরের ১৭ ও ১৮ নং ওয়ার্ডে এ প্রচারণা করেন তিনি।
এর আগে নগর ভবনের সামনে থেকে নেতাকর্মীদের নিয়ে আসরের পর প্রচারণায় নামেন তিনি। ভোটারদের কাছে দলীয় প্রতীকে ভোট প্রার্থনার পাশাপাশি তিনি তাদের কাছে দোয়াও চান।
তিনি প্রচারণা শেষে নির্বাচনে সকলকে ভোটকেন্দ্রে নির্ভয়ে ভোট দিতে আহবান জানান।

