
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাসেল মাল (৪০) নামের এক অটো-চালক আত্নহত্যা করেছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের ৩নং এসিআই পানির কল সড়কের মীর আনোয়ার হোসেনের বাড়িতে এঘটনা ঘটে।
নিহত রাসেল মাল (৪০) পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার মৃত তোতা মালের ছেলে।
এর আগে দুপুটে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রাসেলের ভাড়া বাসায় তার বসবাসরত কক্ষের ভিতর সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করবেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।