শুক্রবার, ০৩ মে ২০২৪

|

বৈশাখ ১৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

যুক্তরাষ্ট্রের গ্রাহকদের ৭০০ মিলিয়ন ডলার দেবে গুগল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:০২, ২০ ডিসেম্বর ২০২৩

যুক্তরাষ্ট্রের গ্রাহকদের ৭০০ মিলিয়ন ডলার দেবে গুগল

প্রতীকী ছবি

প্লে স্টোর সংক্রান্ত একটি মামলা নিষ্পত্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের গ্রাহকদের ৭০০ মিলিয়ন ডলার দেওয়ার পাশাপাশি প্লে স্টোরে প্রতিযোগিতা বাড়ানোর শর্ত মেনে নিয়েছে গুগল।

মার্কিন বিভিন্ন অঙ্গরাজ্য ও গ্রাহকদের দায়ের করা ‘অ্যান্টিট্রাস্ট’ মামলা নিষ্পত্তির ক্ষেত্রে এসব শর্ত উল্লেখ করা হয়ছে।

সোমবার সান ফ্রান্সিসকো ফেডারেল আদালতে মামলা নিষ্পত্তির শর্তাদি জমা পড়ে।  

মামলার নিষ্পত্তিপত্র অনুসারে, গুগল গ্রাহকদের জন্য ৬৩০ মিলিয়ন ডলার দেবে নিষ্পত্তি তহবিলে এবং ৭০ মিলিয়ন ডলার দেবে অঙ্গরাজ্যগুলোকে। বিচারকের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে মামলাটির নিষ্পত্তিপত্র।  

নিষ্পত্তিপত্র বলছে, উপযুক্ত গ্রাহকেরা অন্তত ২ ডলার পাওয়ার পাশাপাশি ২০১৬ সালের ১৬ আগস্ট থেকে ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্লে স্টোরে তাদের খরচের ভিত্তিতে অতিরিক্ত অর্থও পেতে পারেন।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য, ওয়াশিংটন ডিসি, পুয়ের্তো রিকো ও ভার্জিন আইল্যান্ডও এ নিষ্পত্তিতে অংশ নিয়েছে।  

অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যাপ বিতরণের ক্ষেত্রে বেআইনি বিধিনিষেধ এবং অ্যাপ-মধ্যস্থ লেনদেনের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ফিসহ অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ ছিল গুগলের বিরুদ্ধে। তবে গুগল অন্যায় স্বীকার করেনি।