
ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রুবেল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ রুবেলকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (১০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১।
মোঃ রুবেল (২৪) আড়াইহাজার থানার ঋষেরচর এলাকার রেহাজ উদ্দিনের ছেলে।
এর আগে ২০১৪ সালের ১ অক্টোবর আড়াইহাজার থানার মনোহরদী ঋষেরচর গ্রামে একটি হত্যার ঘটনা ঘটে। পরবর্তীতে উক্ত ঘটনায় ভিকটিম এর স্ত্রী বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলার বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আড়াইহাজার থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।