বুধবার, ২২ অক্টোবর ২০২৫

|

কার্তিক ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে শিশুকে ধর্ষণের ঘটনায় ট্রাফিক পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৫০, ২১ অক্টোবর ২০২৫

আপডেট: ১৬:৩২, ২১ অক্টোবর ২০২৫

বন্দরে শিশুকে ধর্ষণের ঘটনায় ট্রাফিক পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক শিশু গৃহকর্মীকে (১২) ধর্ষণের অভিযোগে এক ট্রাফিক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২০ অক্টোবর) বন্দর উপজেলার রুপালি জান্নাত মসজিদ গলি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির চাচা মো. নান্নু হাওলাদার (৩৮) বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃত আসামি হলেন- মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার মো. শেখ সাদীর ছেলে মো. রুহুল আমিন (৪১)।

জানা যায়, গত ২০ অক্টোবর দুপুরে আসামি রুহুল আমিন ঢাকার কলাবাগান এলাকা থেকে ভুল বুঝিয়ে শিশুটিকে বন্দর উপজেলার রুপালি জান্নাত মসজিদ গলির সিরাজের বাড়িতে নিয়ে এসে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে রাতে ভুক্তভোগীকে পুনরায় কলাবাগানে দিয়ে আসার সময় শহরের দুই নং রেলগেট এলাকায় পৌঁছালে শিশুটি চিৎকার শুরু করে। এ সময় স্থানীয় জনতা আসামিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরবর্তীতে ভুক্তভোগীর চাচা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।