মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

|

কার্তিক ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় ব্যবসায়ী নেতা রিয়াদের উদ্যোগে বিভিন্ন সড়কের খানাখন্দ মেরামত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১৮, ২১ অক্টোবর ২০২৫

ফতুল্লায় ব্যবসায়ী নেতা রিয়াদের উদ্যোগে বিভিন্ন সড়কের খানাখন্দ মেরামত

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যবসায়ী নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর উদ্দ্যেগে বিভিন্ন সড়কের খানাখন্দ মেরামত করছেন বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ফতুল্লার "রিয়া গোপ" স্টেডিয়ামের গেইট থেকে তক্কার মাঠ পর্যন্ত দীর্ঘ সড়ক মেরামত করা হয়।

ফতুল্লা থানা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার বলেন, নারায়নগঞ্জ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর উদ্দ্যেগে ফতুল্লার গুরুত্বপূর্ন একাধীক সড়কের খানাখন্দ মেরামত করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ফতুল্লার গুরুত্বপূর্ন সড়ক "রিয়া গোপ" স্টেডিয়ামের গেইট থেকে তক্কার মাঠ পর্যন্ত সড়কটির খানাখন্দ মেরামত করা হয়। এছাড়া ফতুল্লার কয়েকটি গুরুত্বপূর্ন খাল ও ডোবার ময়লা আবর্জনা পরিস্কার করা হয়। সপ্তাহ ব্যাপী এ সামাজিক কাজে অংশ গ্রহন করেন থানা যুবদলের যুগ্ম আহবায়ক আঃ খালেক টিপু, থানা শ্রমিকদলের আহবায়ক শাহ আলম পাটোয়ারী, ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদল প্রধান, থানা সেচ্ছাসেবক দল নেতা হারুন আর রশিদ, ফতুল্লা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মিঠু খান, বিএনপি নেতা সালাউদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।