মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

|

কার্তিক ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:০৮, ৯ অক্টোবর ২০২৫

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু 

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার ব্রাহ্মনদী ইউনিয়নের ছোট বিনাইরচর এলাকায় এ ঘটনা ঘটে। 

ছোট বিনাইরচর শফির বাড়ির ভাড়াটিয়া টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কামাড়পাড়া এলাকার  আক্কাস আলী জানান, পরিবার নিয়ে দীর্ঘ দিনযাবৎ আড়াইহাজার উপজেলার ছোট বিনাইরচর এলাকার শফির বাড়িতে ভাড়া থকতেন।  বৃহস্পতিবার বিকেল ৫ টার  দিকে আক্কাস আলীর নাতনী সুরভি (১৬) বাড়ির ছাদে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। সুরভীকে বাচাতে মা রোজিনা(৩৫)  এগিয়ে গেলে রোজিনা বিদ্যুৎস্পৃষ্ট হন।  তাদের বাঁচাতে সুরভীর দাদি মাসুদা বেগম এগিয়ে গেলে ৩ জনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরেন।  

স্বজন ও এলাকাবাসী তাদের তাদের উদ্ধার করে  আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনা বেগমকে মৃত ঘোষণা করেণ। মেয়ে সুরভীর অবস্থা আশংকাজনক হওয়ায় সুরভীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক।