মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নির্বাচনকে ঘিরে প্রার্থীদের সুপারিশে বহিষ্কার প্রত্যাহার!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:০২, ২০ জানুয়ারি ২০২৬

নির্বাচনকে ঘিরে প্রার্থীদের সুপারিশে বহিষ্কার প্রত্যাহার!

ফাইল ছবি

নারায়ণগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি দল থেকে বহিষ্কার হওয়া নেতাকর্মীদের দলে ফিরিয়ে নিচ্ছে। নির্বাচনী তৎপরতা এবং দলের ঐক্যকে শক্তিশালী করার লক্ষ্যে বিএনপি মনোনীত প্রার্থীরা এসব নেতাকর্মীদের দলে ফিরিয়ে আনতে দলের হাইকমান্ডের কাছে সুপারিশ করছেন।

নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সুপারিশে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এস এম আসলাম এবং সাবেক যুগ্ম আহ্বায়ক টি এইচ তোফাকে দলে ফিরিয়ে নেয়া হয়েছে। গত বছরের ১৩ নভেম্বর এদের বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এছাড়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবালকে গত বছরের নভেম্বর মাসে দলে ফিরিয়ে নেয়া হয়।

নারায়ণগঞ্জ-৫ আসনে, বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের সুপারিশে মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান মুকুল, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু এবং মো. গোলাম নবী মুরাদকে ১৯ নভেম্বর দলে ফিরিয়ে নেয়া হয়। তার পরবর্তী সময়ে, ২২ নভেম্বর মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালকেও দলে অন্তর্ভুক্ত করা হয়।

নারায়ণগঞ্জ-৪ আসনে, বিএনপি সমর্থিত জমিয়ত উলামায়ে ইসলামের মুফতি মনির হোসাইন কাসেমীর সুপারিশে ১ জানুয়ারি ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী এবং ২০ জানুয়ারি ফতুল্লা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুল আলম সেন্টুকে দলে ফিরিয়ে নেয়া হয়।

এ ছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতাকর্মীর বহিস্কারও প্রত্যাহার করা হয়েছে।

এই পদক্ষেপগুলো বিএনপির নির্বাচনী কৌশল হিসেবে দেখা হচ্ছে, যাতে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।