শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সকলকে নিয়ে স্বপ্নের রূপগঞ্জ গড়তে চাই: দিপু ভূঁইয়া 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫৮, ২৪ জানুয়ারি ২০২৬

সকলকে নিয়ে স্বপ্নের রূপগঞ্জ গড়তে চাই: দিপু ভূঁইয়া 

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, রূপগঞ্জে জমিজমাসহ সামাজিক অনেক সমস্যা আছে। মানুষ ভাবে মামলা দিলে কোর্টে সমাধান হবে। আমি এ সমস্যার সমাধানের জন্য পাঞ্চায়েত কমিটি করতে চাই। আমরা সকলকে নিয়ে স্বপ্নের রুপগঞ্জ গড়তে চাই।

শনিবার (২৪ জানুয়ারি) নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে গিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, রূপগঞ্জের স্কুল ও কলেজগুলোকে আধুনিক করতে চাইছি। বাচ্চারা যেন সুশিক্ষিত হয় এটা আমাদের চেষ্টা। শিল্প কারখানাগুলো কীভাবে বর্জ্য ফেলছে নদী নালাতে সেটা নিয়ে আমরা কাজ করবো। যেন পরিবেশ দূষিত না হয়। মানুষ যেন সুন্দর ভাবে বসবাস করতে পারি। 

তিনি বলেন, অনেকে খাস জমি দখল করে রেখেছে। আমরা চেষ্টা করবো জমিগুলো উদ্ধার করে সেখানে বাচ্চাদের খেলার জায়গা ও শিশু পার্ক করার জন্য। 

তিনি আরও বলেন, পূর্বাচলকে সিটির আন্ডারে আনার চেষ্টা করবো৷ চনপাড়া নিয়ে সমস্যা হচ্ছে। মানুষ তাদের জমি বুঝে পায়নি। আমি রাজউকের সাথে আলোচনা করেছি যেন মানুষ তাদের জমি বুঝে পায়।