শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে নান্নু মুন্সীর গণসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:০১, ২৪ জানুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে নান্নু মুন্সীর গণসংযোগ

নান্নু মুন্সীর ব্যাপক গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মনোনীত বটগাছ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সীর ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে গণসংযোগের অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জের আদমজী, কদমতলী, শিমুলপাড়া, এসও রোড, বার্মাশীল ও গোদনাইল বাগপাড়াসহ বিভিন্ন এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় ও লিফলেট বিতরণ করেন। এসময় সংসদে দুর্নীতি-দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে ন্যায় ইনসাফ ও মানবতার পক্ষে কথা বলার সুযোগ চান তিনি। 

নান্নু মুন্সি বলেন, আমাকে আপনারা ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করলে আমার সংসদীয় এলাকায় কোন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ থাকবে না। নিরাপদ সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ গড়তে আগামী নির্বাচনে বটগাছ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এসময় গণসংযোগে তার সাথে বাংলাদেশ খেলাফত আন্দোলনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।