ট্রাক হেলপারের মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দাড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পিছনে মিনি ট্রাকের ধাক্কায় জিয়াউল হক (৪০) নামে এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন মিনি ট্রাকের চালক।
শনিবার (২৪ জানুয়ারী) বিকেল সাড়ে ৩ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর এলাকায় এ ঘটনা ঘটে। তবে আহত চালকের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে মক্কা মদিনা কার্গো সার্ভিস (ঢাকা মেট্রো-ট-২২-৩০৮৭) নামের একটি কাভার্ডভ্যান চাকায় হাওয়া দিচ্ছিল। এসময় এন.এস বিল্ডার্সের একটি ইটবাহী মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-৫৬৯৯) দ্রুতগতিতে এসে কাভার্ডভ্যানটিকে পিছনদিক থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি মহাড়কের ঢালে গিয়ে আটকে যায়। ইটবাহী ট্রাকটির সামনের অংশ ধুমরে-মুচরে যায়। এতে ট্রাকের চালকের পাশে বসে থাকা হেলপার জিয়াউল হকের দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। গুরুতর আহত হয় ট্রাক চালক। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় আশ-পাশের লোকজন।
ঘটনাস্থলে থাকা হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের সার্জেন্ট খুরশীদ জানান, প্রাথমিকভাবে জানতে পারি একটি কাভার্ডভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে চাকায় হাওয়া দিচ্ছিল। এসময় ইটবাহী একটি মিনি ট্রাক পিছন থেকে কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার জিয়াউল হক ঘটনাস্থলেই নিহত হয়। তার মৃতদেহ উদ্ধার করে আমাদের ক্যাম্পের সামনে রাখা হয়েছে। এখানো তার ঠিকানা জানা যায়নি। আমরা আসার আগেই স্থানীয়রা চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। তার নাম পরিচয় জানার চেষ্টা করছি।

