রোববার, ২৫ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সদর মডেল থানার অভিযানে আসামি সাজাপ্রাপ্ত গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:১৭, ২৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ২১:২৫, ২৪ জানুয়ারি ২০২৬

সদর মডেল থানার অভিযানে আসামি সাজাপ্রাপ্ত গ্রেফতার

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ দুই বছরের সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে আটক করেছে। 

শনিবার (২৪ জানুয়ারি) ফতুল্লা থানাধীন শিবু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম মোঃ বাদশা মিয়া। তিনি জেলার টানবাজার এলাকার রেলীবাগানের হাতেম আলীর ছেলে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানার মামলা রয়েছে। উক্ত মামলায় আদালতের রায়ে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ ছিল।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে শনিবারই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, আদালতের সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেফতার অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। মাদক ও অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।