প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্ত্র কেনা ও মজুদের ভিডিও ভাইরালের ঘটনায় অভিযুক্ত ডন বজলুকে ৩ সহযোগীসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১।
শনিবার (২৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মোঃ নাঈম উল হক।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের মৃত মোঃ মতিউর রহমানের ছেলে বজলুর রহমান ওরফে ডন বজলু (৬০), মৃত সাদেক আলীর ছেলে সাইদুল (৩৪), মৃত নুর উদ্দিনের ছেলে আব্দুল জব্বার (৪৩), নাজমুল হকের ছেলে ইউনুস ওরফে বাঁধন (২০)।
এর আগে দুপুরে সোনারগাঁ ফুটওভার ব্রিজের সামনে একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে অস্ত্রসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।
এর আগে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বজলুর ও তার সহযোগীদের অস্ত্র বেচাকেনা ও সোনারগাঁয়ে অবৈধ অস্ত্র মজুদের ব্যাপারে আলোচনা করতে দেখা যায়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

