শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৭, ভর্তি ৯

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১৩, ২৮ জুন ২০২২

আপডেট: ১৮:২৫, ২৮ জুন ২০২২

না.গঞ্জে ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৭, ভর্তি ৯

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪৭ জন। 

মঙ্গলবার (২৮ জুন) এ তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান। 

আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ২৬ শতাংশ। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ২৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন মূলত ওমিক্রন ধরণ ছড়াচ্ছে বলে আমাদের ধারণা। এটি দ্রুত ছড়ায় তবে অতটা ভয়ংকর নয়। বছরের এ সময়টায় করোনার প্রকোপ বৃদ্ধি পায়। 

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খানপুর ৩শ শয্যা হাসপাতালে ভর্তি আছেন ৯ জন। এ ছাড়াও হাসপাতালে আউটডোরেও চিকিৎসা নিচ্ছেন আক্রান্তরা। 

খানপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার জানান, আমাদের নগরীতে এখন শতাধিক এ্যাকটিভ কেস (আক্রান্ত) আছে। ইতোমধ্যে ৯ জন হাসপাতালে ভর্তি আছেন। এ ছাড়াও নিয়মিত আক্রান্তরা চিকিৎসা সেবা নিচ্ছেন। পরিস্থিতি ক্রমেই অবনতি ঘটেছে।