রোববার, ১০ ডিসেম্বর ২০২৩

|

অগ্রাহায়ণ ২৫ ১৪৩০

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অল্প বৃষ্টিতেও বিবি রোডে পানি!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১৪, ১৭ নভেম্বর ২০২৩

অল্প বৃষ্টিতেও বিবি রোডে পানি!

জলাবদ্ধতা

নারায়ণগঞ্জে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে দিনভর হালকা ধরনের বৃষ্টিপাতেও শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কে দেখা গেছে জলাবদ্ধতা। এতে ভোগান্তি পোহাতে দেখা গেছে পথচারীদের। 

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে সরেজমিনে চাষাঢ়া এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে। 

এসময় বঙ্গবন্ধু সড়ক সংলগ্ন চাষাঢ়া নূর মসজিদের সামনেও জলাবদ্ধতা দেখা যায়। এর ফলে মুসল্লীদের চলাচলেও অসুবিধা হয়।

মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লীদের বেশ কয়েকজন জানান, হালকা বৃষ্টি হলেই এ সড়কে পানি জমে যায়। শহরের প্রধান সড়ক হওয়ার পরেও দীর্ঘদিন যাবৎ এই সমস্যার কোন সমাধান করতে পারেনি সিটি করপোরেশন।