শনিবার, ২৭ জুলাই ২০২৪

|

শ্রাবণ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় জয়িতা সম্মাননা পেলেন ৫নারী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৫৪, ৯ ডিসেম্বর ২০২৩

আপডেট: ১৭:৫৫, ৯ ডিসেম্বর ২০২৩

নারায়ণগঞ্জে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় জয়িতা সম্মাননা পেলেন ৫নারী

প্রতীকী ছবি

বেগম রোকেয়া দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় জেলার পাঁচ নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
 
শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জেলার নির্বাচিত জয়িতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
   
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল (পিপিএম,বার), জেলা সিভিল সার্জন ডাঃ এএফএম মুশিউর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তর জেলার ডেপুটি ডিরেক্টর মাহবুবুল আলম, মহিলা বিষয়ক অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক (অঃ দাঃ) আঞ্জুমান আরা, নারী নেত্রী বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার ও প্রফেসার ড. শিরিন বেগম প্রমুখ।