শুক্রবার, ১৬ মে ২০২৫

|

চৈত্র ৩১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২৯, ১৫ মে ২০২৫

বন্দরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রতীকী ছবি

বন্দরে ৪২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ শাহাদাত হোসেন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেপ্তারকৃত মাদক কারবারি শাহাদাত হোসেন বন্দর থানার লক্ষনখোলা এলাকার মৃত শাহাবুদ্দিন মিয়ার ছেলে। ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের উপ পরিদর্শক বিরাজ দাস বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক কারবারি বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। ধৃতকে বৃহস্পতিবার দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ৬টায় বন্দর থানার লক্ষনখোলাস্থ জনৈক হাফেজ কবিরের বাড়ি সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত শাহাদাত হোসেন দীর্ঘ দিন ধরে উত্তর লক্ষনখোলা ও দক্ষিণ লক্ষনখোলা এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধৃত মাদক ব্যবসায়ী পরিহিত লুঙ্গির ডান কোচর হইতে ৪২ পিছ ইয়াবাসহ তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।