
প্রতীকী ছবি
বন্দরে ২ পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে বন্দর থানার দায়েরকৃত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত বুধবার (১৪ মে) বিকেলে বন্দর উপজেলার লাউসার এলাকা অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো সোনারগাঁ থানার গোয়ালদী এলাকার মৃত হক মিয়ার ছেলে পরিবহন চাঁদাবাজ রাজিব হোসেন (৩৫) ও সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকার আবুল বাশার মিয়ার ছেলে ফয়সাল (২২)।
ধামগড় ফাঁড়ি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন ধরে বন্দরে বিভিন্ন এলাকায় পরিবহনে চাঁদাবাজি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে লাউসার এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।