
প্রতীকী ছবি
বন্দরে বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও মাদক বিক্রির নগদ টাকাসহ ফাতেমা আক্তার ঝর্না(২৮) নামে নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-২ সিপিসি-২ মোহাম্মদপুর, ঢাকা। অভিযান কালে ৪৬কেঁজি গাঁজা,১১৪ বোতল ফেন্সিডিল,একটি এন্ড্রয়েট মোবাইল সেট ও মাদক বিক্রির নগদ ১১,২০০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারি ফাতেমা আক্তার ঝর্না ঢাকা ১৮৩নং বাসাবো ওহাবী কলোনী এলাকার রাসেল মিয়ার স্ত্রী। বর্তমানে সে বন্দর উপৃজেলার ধামগড় ইউনয়ন ৬ নং ওয়ার্ডস্থ গকুল দাসের বাগ এলাকার এডভোকেট হুমায়ুন কবিরের ভাড়াটিয়া বলে জানা যায়। মাদক উদ্ধারের ঘটনায় র্যাব-২ এর এস আই বিকাশ বাড়ৈ বিপ্লব বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে উল্লেখিত মামলায় বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে
গত (১১মে ) বিকালে বন্দর উপজেলার ধামগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ গকুলদাসেরবাস্থ এড. হুমায়ুন কবিরের ৪ তলা ভবনের নিচ তলায় ভাড়াটিয়া ফ্লাটে মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত আসামী ফাতেমা আক্তার ঝর্না একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে নারায়ণগঞ্জের বাইরে থেকে ইয়াবা,ফেন্সিডিল,গাজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে বন্দর,সোনারগা ও নারায়ণগঞ্জসহ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।