বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আমরা এবারও সকলের সহযোগিতা চাই : শিপন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:১০, ১১ সেপ্টেম্বর ২০২৫

আমরা এবারও সকলের সহযোগিতা চাই : শিপন

শিখন সরকার শিপন

নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেছেন, আমাদের এসপি নারায়ণগঞ্জে আসার সাথে সাথেই আমাদের সাথে বসেছেন। পাঁচ আগষ্টের পরে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আছেন। আমি সেসময় যে সহযোগীতা পেয়েছি। আজ তারা এখানে সকলে এসেছে, আমি আশা করছি এই সম্পর্ক থাকবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে আয়োজিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, ফতুল্লায় গত বছর একটি অপ্রীতিকর ঘটনা ঘটতে গিয়েও ঘটেনি। সে নেশাগ্রস্থ অবস্থায় মারা গেছে। তবে দশমীর বিষয়টি হল সিটি করপোরেশন একটি মঞ্চ করে দেয়। এটা সকলের জন্য উন্মুক্ত। এখানে সকলে যায়। সকলে যেহেতু যায় সেহেতু আমরা সকলকে নিয়েই এটি মেন্টেইন করি। এটা যদি জেলা প্রশাসন করে সেখানেও আপত্তি নেই। আমরা চাই এটা সুন্দরভাবে হোক। 

গত বছর একটি চিঠি দেয়া হয়েছে। পূজারীদের যেন এন্ট্রি ফি দিয়ে ঢুকতে না হয়। পরে ইউএনওর সাথে কথা বলে এটা আমরা করেছিলাম। এটা যেন অব্যাহত থাকে এটা অনুরোধ থাকবে।